কিছুই ভালো লাগে না তোমার ও আদম
যেহেতু মাটির তুমি, বেহেশতে পত্থম;
তরু দেখো, পাখি দেখো আর খাও জল
আলোর বিভায় তুমি খানিক জর্জর।


আনন্দ সাথেই তোমার তবুও গোলযোগ–
মাঝেমাঝে দুঃখ পাও যেন গুপ্ত ক্ষত;
কী তোমার চাওয়া গো জানো না স্বয়ং
কহিলা একলা তুমি হইয়া জখম।