স্বপ্ন দেখিয়া আদম চকিতে মূর্ছাপ্রায়
দ্বিধার করাত যেন ছাতিতে লাফায়।
লুটিয়া আল্লার কাছে ধরে ফরিয়াদ–
"যা-ই করো ও খোদা, করো না বরবাদ।
জানো মোরে সবথেকে তুমিই বেশি
কী ভালো, কী-বা মন্দ বুঝি না আমি।


দাও মোরে সঙ্গী প্রভু, একা অসহায়
ফুলেফলে থেকেও যেন ভিতরে পোড়ায়।
তোমার দয়ায় যদি আত্মার মুক্তি হয়
কে ইবলিশ? কে দ্বন্দ্ব? হোক তার পরাজয়।"