প্রার্থনায় স্বর্গ দোলে, দুলিল কান্তার
চক্ষু মেলিয়া দেখে জ্বলিছে অঙ্গার।
এ কার রুপে গো ছড়াইল উত্তাপ
মাটির পিঞ্জর যেন হইলো গোলাপ।


ফুল চোখে লাগে রঙ, শুধু ভালো লাগা–
ফুলের অধিক ফুল– আল্লাহর হাওয়া।
চমকিলা দেহ তার– ফুলেল সৌরভ
দেখলেও ঝরে ফুল– মোহন বিদ্যুৎ!


তরঙ্গ যায় ভেসে হাওয়ার চেহারায়
"আমি তোমার ওগো" আদমেরে শুধায়।
মুহূর্তে দুটি প্রাণে সাগর উছলায়
এক সত্তায় মেলে তারা প্রেমের অসিলায়।


সে-ই প্রথম প্রেম মানব ও মানবীর
জগত রঙিন হয়– মধুর মানবিক।
দুইজনে স্বস্তি পায়, খোদাও খুশি
ওদিকে ইবলিশ কয়, দাঁড়াও আসছি–