বাতাসে কম্প হয়, ঝড়ের শুরু
মা হাওয়ার করে বুক দুরুদুরু।
প্রথম সন্তান তাহার বড়ই অন্ধকার
যেখানেই যায় সব ভস্মে ছারখার।


হাওয়া:
"আল্লাহর কাছে মোর একটাই চাওয়া–
কাবিলের ভালো মন ও ত্বাকওয়া।
অবৈধ আকলিমা যেন সে ভুলে যায়
হাবিলকে যেন সে ভাই হিসেবেই পায়।”


মায়ের মন ওঠে কেঁদে ছেলেদের চিন্তায়
হজ্বে এসে বারবার হাবিলকে মনে হয়।
আদমেরে কন ”ওগো, ওদের খোঁজ নাও
মন কহিছে যেন কেউ বিপদে পতিত।”


মোসাহাবায় কন নবি, "ওগো দয়াময়
যা-ই করো দিও না আর অন্তঃক্ষয়;
অনেক জ্বালা প্রভু স্বর্গ-ত্যাগিয়া
আর যেন নাহি গাই শোকের মর্সিয়া"


শংকার বহে ঝড়, দুঃখের প্লাবন
দুইজন অন্তহীন বিষাদ তখন;
তখন ইবলিশের পুলকিত মন
তখন কাবিল অস্থির, নিদ্রাবিহীন....