হতে পারে জীবনের কোন মানে নেই
অর্থ হতে হলে তাকে গল্প হতে হতো
নয়তো ছন্দবদ্ধ কোন কবিতা
নয়তো প্রাজ্ঞ কোন বুদ্ধিজীবীর প্রবন্ধ


হতে পারে জীবনের বহু অর্থ
প্রকৃতি থেকে কংক্রিটে, লৌকিকতা থেকে পরাবাস্তবে
তার অসংখ্য মহিমাণ্বিত চিত্র


হতে পারে জীবনকে সংজ্ঞায়িত
করার চেষ্টাটাই প্রপঞ্চ কিংবা
কুয়াশার্দ্র স্বপ্ন


হতে পারে জীবন অনেক কিছু
হতে পারে তা কিছুই নয়


হতে পারে....