তোমার খোঁপায় দিলেম ওগো বেলি ফুলের মালা
হাত দিয়ে ছুঁলে না আহা রূপও দেখলা না
ফুলের গন্ধে বিভোর অলি মুক্ত সমীরণ
বেঘোর ঘুমে থাকলে শুধু ঘুম কি ভাঙ্গে না?


তোমার খোঁপায় একে দিলেম শত ভালোবাসা
তুমি শুধু দূরেই গেলে দিয়ে কুয়াশা
প্রেমের নদে তুফান এসে ডাকলো রে বান
কেন তুমি কাছে এসেও আমার হইলা না?


তোমার খোঁপায় দিলেম ওগো বেলি ফুলের মালা
একবারও মোর প্রেমের ভাষা তুমি বুঝলা না
জলের পোকা বিষম বোকা হলেম পেরেশান
একবারো কি নদীর জলে পা ভিজাও না?


তোমার খোঁপায় দিয়েছিলাম বেলি ফুলের মালা
আয়না কাঁকুই নিয়ে একটু মুখটা দেখো না
রূপের ছটায় চাঁদও বুঝি হবে খানখান
কেন তুমি রইলো দূরে, প্রেম বোঝ না?