সর্পবিষে পাখি নীল- দ্রুত মারা যায়
তোমার ছোঁয়ায় কিন্তু আরো ক্ষতি হয়-
খসে পড়ে ডানা তার বিবর্ণ আসমান
এমনি গরল আহা তপ্ত নিদান।


আশীবিষে মুক্তি মেলে- একবারেই শেষ
তোমার দংশনে কেবলি নোনা-ক্লেশ;
বারবার কতবার শঙ্খিনী-হিয়া
উহারে কাটবে কও- নেই মায়া দয়া?


তারপর ফণা খুলে নাগ সাজে গাছ
পাখি ভাবে বাহবা- হয়েছে কাজ
যে-ই বসে বৃক্ষের ওপরে
ব্যথা পেয়ে যায় কুঁকড়ে।


গাছ হলেও সাপ তোমারি মতন
পাখি বলেও গাইবেনা সংকীর্তণ
যতই খগ হও নেই নিস্তার
ভুজঙ্গ তৃষ্ণার্ত- মরুর কান্তার।