১)
মনে করো পাখি তুমি; বসে আছো দূরে বৃক্ষে।
গাছটি বাতাসের সাথে কথা বলছিল।


কাছে কোথাও দুই জীবন
তাহাদের মতো......


২)
তারপর মনে নেই কিছু


বরফযুগে নেমে এলো তুষারাবৃত জোনাক
নীল আলো, নিস্তব্ধতায় অপলক


অথচ
বরফও গলে গলে নীলাভ


বলেছিলো-


মনে রেখো
মনে রেখো।


৩)
মনের কাছে অবুঝ আমি মনের সদাগর
তাহার কাছে এখনও আমি বনের সুধাকর


রাতের শেষে যখন আমি ধু ধু সমুদ্দর
প্রকৃতির বেশে তখন তুমি কোন জাদুকর?


মনের দামে বিকিয়ে মন পরেছি মন-খঞ্জর
খুলে দিলে উড়ে যায়, বাঁধলেই সুখ-জর্জর।


মনের কাছে পাগল আমি মিছেই হাহাকার
বনেতে সমুদ্রে প্রতিধ্বনি: দীপ্ত মুখটি কার?