রাতের আঁধার হলেই পরে শিয়াল নামে
হুক্কাহুয়া ডাক দিয়ে সব আওয়াজ তুলে
কয়টা ডাকে, কয়টা আবার চুরির কামে
পার করে রাত রাজার মত সবই ভুলে।


এরা দেখি দিন দুপুরে নামছে মাঠে
হইহুল্লুড়ে কিসের আওয়াজ দিচ্ছে তারা
পঙ্গপালের মত মানুষ কোন সে ঘাটে?
কে জিজ্ঞাসে শিয়াল না কি পঙ্গ সারা?


ওদের ধরে জোয়াল লাগাও সবার কাঁধে
লাঙ্গল টানুক, আরাম করুক জন্তুরা সব
কৃষক হাসুক মনের সুখে ভিন্ন সাধে
ভিন্ন সুরে মানবতার হোক কলরব।


তবুও যদি বিবেক ওদের জেগে উঠে
আবার যদি ফিরে আসে সবারই হুশ
মানুষ হওয়ার জন্য যদি সবাই ছুটে
কত্ত ভালো আবার যদি হয় গো মানুষ।