বাংলাদেশে জন্ম আমার তবু বাংলাদেশি না
দিল্লিকে খুব ভালবাসি,ঢাকাও একটু, বেশি না।


ইংরেজিতে কথা বলি, হিন্দি আছে রপ্ত বেশ
জোসও আছে হিন্দির তালে,বাংলার সাথে নাইকো খেস।


ফিলিম দেখি হিন্দি- ইংলিশ,সিরিয়ালটাও  ইন্ডিয়ান
বাংলা ছবি, টিভি নাটক দেয় না মনে একটু টান।


ইন্ডিয়ান মেইড দেখে দেখে কেনাকাটা সব চলে
বাংলা মেইডের কেনাকাটায় টাকা যেন যায় জলে।


সবই চলে দিল্লির টানে,বাংলায় শুধু ভাষন দেই
মুখের ফেনায় যাই বুঝিয়ে মোর মত দেশ প্রেমিক নেই।


সখ্য সবই দিল্লির সাথে, মনের সাথে আছে মিল
মানুষ বুঝে বাংলাদেশি, দিল্লিতে রয় আমার দিল।