বেহিসাব বিচ্যুতি ভুল পথে চলা
অযাচিত গীবত আর অসত্য বলা
পাপের পাহাড় তুমি করে দাও মাফ
আঁধার ঘুচিয়ে দাও আলোক বেলা।


মনের মিনারে তুমি ঢেলে দাও নুর
হিংসা, বিবেদ যত মুছে যাক দূর
অহংকারের চাদর, না টানি তোমার
ক্ষমা কর দয়াময়,গুনাহের ভেলা।


প্রিয় হই মাওলা গো ইহ পরকালে
আবৃত থাকি তোমার রহমের জালে
বিচ্ছেদ না হই যেন ক্ষনিক লগণ
কলিমাও নসিব কর মরনকালে।


প্রিয়জন যারা,তোমার পেয়ে নেয়ামাত
চালাও তাদের পথে, দাও হেদায়াত
গোমরাহি পথ ভুলা না হই কভু
দূরে ঠেলে দিও না, করে অবহেলা।