কারো সাথে দেখা হলে
প্রথমেই সালাম করি
কথার শেষে বিদায় বেলায়
আল্লাহ হাফিজ বলি।
আসসালামু কাবলাল কালাম
আসসালামু কাবলাল কালাম
আসসালামু কাবলাল কালাম
আসসালামু কাবলাল কালাম
সালাম সালাম সালাম
আসসালামু কাবলাল কালাম।


খাওয়া শুরু করি বলে বিসমিল্লাহ
খাওয়া শুরু করি বলে বিসমিল্লাহ
খাওয়া শুরু করি বলে বিসমিল্লাহ
খাওয়ার শেষে শুকর করি, আলহামদুলিল্লাহ।


পানি পান করি তবে বসে বসে
ডান হাতে ধরি গ্লাস না যেন খসে
তিন চুমুকেই পানি পান করি শেষ
আলহামদুলিল্লাহ শেষে বলি বেশ বেশ।


অসুস্থতায় ছুটে যাই রুগির পাশে
সাহস যোগাই,দোয়া করি একান্ত বসে কাছে।
যত হক প্রতিবেশির আদায় করি
ভালবেসে সকলেরে বুকে ধরি।


দিনে রাতে বারে বারে ক্ষমা চাই সবে
আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ
আল্লাহ খুশি হবে।
এভাবেই প্রতিদিন গেলে তবে
আল্লাহ খুশি হবে।