আমার একটা চাঁদ আছে ঘরে
তার হাসিতে মুক্ত যেন ঝরে
তার হাসিতে পাপড়ি মেলে গোলাপ
আমার এই গান শুধু তাহার তরে।


সেই ত আমার গানের পাখি আমার সুরের তান
ফুলের বাগে পাখপাখালির গুনগূনাগুন গান
আমার বুকে খুশির যত ছলাতছলাত ঢেউ
জোয়ার ভাটায় সেজন ছাড়া আর নেই ত কেউ
সে কাদিলে আমার পরাণ পুড়ে।


একদিন খোকা বড় হবে জানি
মানুষ হবে অনেক নামি দামী
সেদিনও তুই থাকিস আমার বুকে
সারা জীবন থাকিস চোখে চোখে।


সেইত আমার সারা দিনের ক্লান্ত সফর শেষে
ছড়ায় সুবাস গন্ধমাখা শরীর ঘেসে ঘেসে
ভোরের রবির সোনালি রোদ তার হাসিতে দেখি
রাতের গায়ে চাঁদের দেশে জ্যোৎস্নার মাখামাখি
তার বিরহে আমার পরাণ পুড়ে।


(আমার ছেলেকে নিয়ে)