হে লাল সবুজের দেশ!
তোমার লোহার শেকল দিয়ে শব্দগুলো আটকে রেখ
বন্দী কর বর্ণমালা শ্লোগান তুলে যে।
তুমি নাচছো আহা বেশ।


নাচ,তুমি নাচ
কোমর দোলে নাচ
যেমন করে যাত্রাপালায়
নর্তকীরা কোমর দোলায়।
তেমন করে দোলতে থাক
দর্শক হাজার মাতিয়ে রাখ
জমিয়ে খেলা বেশ
হে লাল সবুজের দেশ।


খেল,তুমি পাশা খেল
মিথ্যে দানের পেখম মেল
সত্য সবই দু'পায় দলো
কার কি তাতে আসলো-গেল
না হয় কিছু মানুষ ম'লো।
তোমার মাঝে এত কেন হিংসা ও বিদ্বেষ?
হে লাল সবুজের দেশ।


সত্য পথে চলতে থাকা
সত্য কথা বলতে থাকা
সত্য স্বপন বুনতে থাকা
তোমায় নিয়ে স্বপ্নদেখা মানুষগুলোর
তোমার বুকে নাই এতটুকুন রেশ
হে লাল সবুজের দেশ।