সাগর পাড়ে দাঁড়িয়ে ভাবি
এই অপরূপ সৃষ্টি যার
তিনিই আমার মহান মালিক
তাঁর তুলনা নাই ত আর ।    
              
বিশাল ঢেউয়ের জলরাশি
কার কথা কয় হাসি হাসি
কোন দয়াময় সেই প্রিয়জন
যার নামে মন হয় উদাসী?
তিনিই আমার পালনেওয়ালা
তার সম নেই কেউ ত আর।  


নানান রঙ্গের হাজার ফুলে
মিষ্টি মধুর সুভাষ ঢেলে  
মনকাড়া সব সুরের নাচন
দিলেন যত পাখির গলে।
যার দয়াতে জীবন যাপন
দয়ার সীমা নাই ত তাঁর।
                      
কেমনে ভুলিস তাঁরে ও মন
যে করিল তোমায় সৃজন
আশরাফুল মাখলুকাত করে
তোমায় করে নিল আপন।
কুরআন দিয়ে পথ দেখালেন
তাঁহার দয়া বেসুমার।