তোমার কাজে হাজার যুক্তি
আমার কাজে ঠিক না
তোমার কাজই হয় বেহতর
আমার কাজে ধিক,না!


তোমার কথাই সহি শুদ্ধ
আমার কথা সবই ভুল
তোমার কথা জ্ঞানী বচন!
আমার কথায় বাধাও গুল।


তোমার হাসি মুক্তা ঝরে
আমার হাসি ঝরে না
তোমার হাসি গোলাপ নড়ে
আমার হাসি নড়ে না।


তোমার কাঁদায় দুঃখ বুঝ
আমার কাঁদা না বুঝ
তোমার কাঁদায় শান্তনা পাও
আমার কাঁদা না খুঁজো।


তোমার চলা রাজপুত্তর
আমার চলা ভিখারি
তোমার চলা ছন্দ তালে
আমার চলা দুত্যারি।


তোমার জীবন মহামুল্য
আমার জীবন শূণ্য
তোমার জীবন রৌশনীত
আমার জীবন ঘৃন্য।