ডাক পড়িল যুদ্ধে যাবার ডাক
খোদার হুকুম,রসুল দিলেন হাক।
উঠলো জেগে মাত্র তিনশো তের
মর্দে মুমিন, ঘুরলো দ্বীনের বাঁক।


অপর দিকে হাজার জনের মত
খোদাদ্রোহী, মুশরিক আছে যত
নেচে, গেয়ে সংখ্যাধিকের বড়াই
ভাবল তারা দ্বীনকে করবে গত।


রসুলের হাত আকাশ পানে উঠে
খোদার মদদ চাইলেন তিনি মোটে
দীপ্ত পায়ে ছুটলেন বদরের মাঠ
আল্লাহু আকবার ধ্বনী ঠোটে।


আকাশ থেকে সাদা সৈন্যের সারি
মুহাম্মদের দলকে করে ভারী
মুমিন বুকে শহীদ হবার আশা
দ্বীনের বিজয় আনলো সবে কাড়ি।


সেদিন হলো বিজয়ের বীজ বোনা
যদিও ছিল সৈন্য হাতে গোনা
সবার মনে ছিল খোদার প্রেম
তাই ত তারা মানুষ হলো সোনা।


সেদিনের সেই বিজয় দিলেন যিনি
সেই দয়াময় আজও আছেন তিনি
নেই ত ঈমান, সাহসী দিল মোমিন
তাই বাজেনা বিজয়ের রীনিঝিনি।