সবই আজ দূর্বেদ্ধ নয় বোধগম্য
লোকে বলে এটা খোজা নয় তোর কম্য।


ভাই বলে লিখো না এই বন্ধু বলে অফ যা
কাজ যদি না থাকে তোর ঘুম যা ঘুম যা।


বলি আমি নাই খুজি খুজবে কি মোল্লায়?
ঘুমে যদি যাই সবে দেশ যাবে গোল্লায়।!


গোল্লায় দেশ গেলে তোর কি? মায় বলে
তোর আর মোর কথায় এই দেশ কি চলে?


এই দেশে রাজা আছে,রাণী আছে দেখবে
তারা জানে এই দেশ কোথা গিয়ে ঠেকবে।


মাথা ব্যাথা কেন মোর? বউ বলে ঝাকিয়ে
প্রিয় মুখ দেখি সব বোবা হয়ে তাকিয়ে।


চাচা কয় শোনো মিয়া এইসব লিখো না
বাদ দিয়ে লেখালেখি তেল মারা শিখো না।


সকলের কথা শুনে মন ওঠে বিষিয়ে
মনে হয় ভাতে খাই এন্ড্রিন মিশিয়ে।