চুলের মাঝে পাক ধরেছে
ভাজ পড়েছে গালে
যাচ্ছে ঝুলে চামড়া গায়ের
তবুও আছি তালে।


হাটতে গেলে পাও চলেনা
একটুতে হয় অবস
ধরতে গেলে শক্ত হাতে
পাই না বল ও সাহস।


কান শুনে না আগের মত
চোখ দেখে না দূরে
মনটা তবু যায় হারিয়ে
কোন সে অচিন পুরে।


অহর্নিশি যাচ্ছে কেটে
নির্ধারিত বেলা
ফুরিয়ে গেলে প্রাপ্য সময়
সাঙ্গ হবে খেলা।