আমাদের শরীরে নেই ফোটা রক্ত
বাহুতে নেই কোনো শক্তি
হলে বুক চৌচির আর্তনাদেও
জালিমের করি সদা ভক্তি।


চোখের সামনে কত অগণিত জন
নিত্যদিনে যায় হারিয়ে
শকুনের শিকারে পরিনত হলেও
বাঁচাতে দেই না হাত বাড়িয়ে।


ভাবি সে ত নয় আমার দলের কেউ
মরছে মরুক অন্য আরো
ভাবি না ত কখনো মরা সেই লাশ
প্রিয়জন হতে পারে কারো।


নীতির রাজার কাছে বলি হয় সবে
হয় না বলি কভু বিবেকের
চোখের পানি সে ত সকলের নোনা
এ বোধ জাগবে বল কবে ফের?