বদ নসীব বদ নসীব
বদ নসীব বদ নসীব
মা বাবাকে পেয়েও যেজন পারলোনা দোয়া নিতে
তাহার মত বদ নসীব আর ক'জন আছে ধরনীতে।


জালিম যেজন নির্বোধ অধম
মায়ের চোখে ঝরায় পানি
সেই অভাগার জীবন জুড়ে
পায় যাতনা দুঃখ গ্লানি।
ভুলেও কভু যাইওনা ভাই মা বাবাকে দুঃখ দিতে।


আল্লাহ ও রাসুলের পরে
মা বাবার হক সবচে বেশি
রাখলে খুশি বাবা মাকে
আল্লাহ তায়ালা থাকেন খুশি।
বাবা মায়ের বদদোয়া নিয়ে হয়না কবুল আল্লাহ গীতে।


বৃদ্ধকালে মা বাবাকে
কেউ যদি পাও ভাগ্য গুনে
উফ বলোনা দুঃখ পেলে
তাদের কোনো আচরণে।
আল্লাহ তায়ালার আরশ কাপে মায়ের ঝরা চোখ পানিতে।