বর্ণমালার বইয়ের মাঝে
অ আ ক খ বর্ণ
খোকার হাতের বর্ণমালায়
অক্ষরগুলো স্বর্ণ।


বর্ণ আছে জাত বেজাতে
সামাজিক রীতিতে
বর্ণচোরার চোরের মাঝে
বর্ণ আছে নীতিতে।


সাদা,কালো রুপ বোঝাতে
বর্ণ আছে গায়ে
বর্ণ আছে উঁচু তলায়
কখনো বা পায়ে।


আকার-প্রকার সংস্কৃতিতে
বর্ণ আছে সেথা
রাজনীতি আর ধর্ম-কর্মেও
আছে বর্ণ হেথা।


বর্ণ আছে সবখানেতে
কোনটা আসল বর্ণ?
জ্ঞানের বর্ণ অ আ ক খ
তাই নিয়ে হও ধন্য।