আটতে গেলে আটুত ধরে
বইতে গেলে খমরে
রুইশে গেলে দুইটা ফাড়া
যায় বারৈ যায় দমরে।


যায় না দেখা বালা খরি
এখটু দুরৈ থাখলে
ফাইন্না তুরাও হুনতে খানে
জোরে জোরেও ডাখলে।


খাওয়ানিতে দম বারৈ যায়
অজুখান আর রয় না
বইতে গেলে কুরান পড়াত
তুরাও সময় লয় না।


অইলে বয়স ইতা বেমার
হখলোর মাঝেও আইবে
এবলা থাকিও কর সেবা
বুড়া বুড়ি যে ফাইবে।