বৃষ্টি ছুঁয়েছে মন
দৃষ্টি হয়েছে আকুল
এতোরূপ সৃষ্টির মাঝে
তোমার তো নাই কোন তুল।।


সুবিশাল এ আকাশ দাঁড়িয়ে আছে
মেঘমালা উড়ে যায় তারই কাছে
ধরণী নাচে পেয়ে সুর্যের আলো
চাঁদ হাসে কেটে কেটে আঁধার কালো
রাতের গায়ে ফোটে জ্যোৎস্নার ফুল।


এই যে সাগর আর হাজার নদী
বয়ে চলে অবিরাম নিরবধি
হাজার পাখির মিষ্টি গলে
এত সুধা সুর তুমি দিয়েছো ঢেলে।
তোমার নামে তাই সবই যে ব্যাকুল।