ইস!
আজকে যদি ছাত্র হতাম
সাহস নিয়ে বুকে
যেতাম ছুটে স্বপ্নেরা সব
যেথায় নাপাক রুখে ।


ধরতাম টুটি চেপে তাদের
অবৈধ সব শালা
আস্তানা সব দিতাম গুড়ে
জ্বালা আগুন জ্বালা ।


ভেঙে দিতাম ঘোষখুরদের
লম্বা লম্বা দু'হাত
কাপতো ভয়ে দুর্নীতিবাজ
কাটত বিনিদ্র রাত ।


সাদা গাউনের কসাই যত
রুগীর পকেট কাটে
ছুটিয়ে নিতাম পাল বেধে সব
মানবতার হাটে ।


অনিয়ম আর বিশৃঙ্খলা
পড়বে যেতায় চোখে
প্রতিরোধের দেয়াল হতাম
থাকতো সবাই সুখে।