হালকা পাতলা গড়ন ছিল
লম্বাটে হাত পাও
পাঞ্জাবি পায়জামা পরে
ঘুরতো সারা গাও।


কোন বাড়িতে ছাত্র আছে
দাওয়াত পেল না কি?
দ্বীনের দাওয়াত পৌছে দিতে
রাখতো না ত বাকি।


মিছিল হলে শ্লোগান দিত
ক্লান্তবিহীন ঢেউ
থামলে তবেই আওয়াজ দিত
অন্য আরো কেউ।


সম্পর্কে সে চাচা ছিল
ডাকতো ভাই ই বলে
দেলোয়ার নামে চিনত সবাই
ভাব ছিল মোর গলে।