সবখানে আজ ধান্ধাবাজি
ধান্ধাতে সব পাকা
মুখটা যতই হোক না সুবোধ,
মুখোশ দিয়ে ঢাকা।


ধান্ধাবাজির মানুষগুলো
লেবাছ ধরেন বেশ
চেহারাতে মনে হবে
মত্ত এক দরবেশ।


ধান্ধা করে পয়সা দিয়ে
কেউ কিনে নেয় পদ
কেউ বা আবার নিজের জন্য
ডাকছে যে বিপদ।


নেতা কর্মী ধান্ধা করে
পয়সা করে কামাই
নেতার ছেলে, নেতার মেয়ে
হোক না মেয়ের জামাই।


ধান্ধা করে মোল্লা মুনসি
ধান্ধা করেন হুজুর
তাবিজ কবজ মিলাদ কিয়াম
ভয় দেখিয়ে জুজুর।


ধান্ধা করেন ডাক্তারেরা
বিদ্যালয়ের স্যার
জজ ব্যারিস্টার, আরো করেন
উকিল ও মোকতার।


ধান্ধা করে লেখক কবি
পদক মিলায় ভাটে
সবখানে আজ ধান্ধা চলে
সরকারি সব ঘাটে।