মন খারাপের দিনে
বৃষ্টিতে আমার আঙ্গিনা ভিজুক বা না ভিজুক
আকাশের গা ছুয়ে মেঘ ছুটে গেলে
কলাপাতার ছাতা বানিয়ে মাথায় দিয়ে
আমার লাগি এক মুষ্টি চাল ভাজা নিয়ে এসো।
কিছু ভয়, কিছু লাজুকতায় আড়ষ্ট থেকে
হাত বাড়িয়ে দিও জানালায়
আমাকে ছুতে নয়, চাল ভাজা দিতে।
ফিরতে গেলে বৃষ্টি নামুক অঝোর ধারায়
ভিজে যাওয়ার ভয়ে দাড়িয়ে থাক ছাউনির নিচে।
কী করবে?চলে যাবে,
নাকি আরো কিছুক্ষণ পা ভিজাবে?
ফিরে ফিরে তাকাও একবার বৃষ্টিতে আর একবার ঘরের ভেতর।
খেয়াল রেখ আমার চোখে যেন চোখ না পড়ে
শেষে আমি পড়ে নেব তোমার চোখের ভাষা
আর তুমি, তুমি ধরে ফেলবে আমার আকুতি।