এসো ফের কালমা পড়ি
এসো ফের কালমা পড়ি ঈমান করি তাজা
যে কালেমা ভয় জাগাবে মনের মাঝে
আখেরাতের সাজা।


যে কালেমার হয় না বেচা কেনা
দুনিয়াতে যার নেই ত লেনা দেনা
যে কালেমা আখেরাতে বিচারে পুলসিরাতে
পথ দেখাবে সোজা।


যে কালেমা ধার ধারে না কারো
হোক না যে জন যতই বড় আরো
যে কালেমা আল্লাহ ছাড়া করেনা নুইয়ে মাথা,
অন্য কারো পুজা।


যে কালেমা ছড়ায় শুধু আলো
মনের মাঝে দূর করে সব কালো
যে কালেমা সাহস জোগায় জীবনের থোকায় থোকায়
দিল কে করে রাজা।


(নিজস্ব একটা সুরও তৈরী করেছি)