যাচ্ছে সময় বন্ধু তোমার কেমন
হাসি খেলায় কাটছে কি সব বেলা
এখনো কি আছ ছিলে যেমন
সময়ের কি হচ্ছে অবহেলা?


ভোরের রবির হয় কি কভু দেখা
সখ্য কি হয় ছোট্ট পাখির সাথে
হিমেল হাওয়ায় হয় কি কাব্য লেখা
আগের মত পাও কি সময় হাতে।


গড়িয়ে সকাল যায় কি কেটে ঘুমে
নাওয়া খাওয়ায় কেবল গড়ায় দুপুর
আজো বিকেল ফুটবলে কি চুমে
দেখতে কি পাও সন্ধ্যা তারার নুপুর।


চাঁদের দেশে হয় কি যাওয়া রাতে
অন্ধকারে না কি ডুবে থাকো
কখনো কি হাসো জ্যোস্নার সাথে
জীবনের কি হিসেব কভু রাখো।