ভেংচি কাটে অহংকারে
বুঝায় বড় সমজদার
দ্বীনের ইলম তাহার মত
জানলেওয়ালা নেই ত আর!


গোমরা অমুক, তমুক কাফের,
হকের সনদ শুধুই তার
ফতোয়া মারে দিবা নিশি,
ছিদ্র খোজায় সময় পার।


সামনে কেতাব টেনে ধরে
কে যে কোথায় করছে ভুল
আগে পিছের কাটপিছেতে
নেই যে কেহ তাহার তুল।


লেহাজ তমিজ একটুও নাই
সম্মানিতের নাম নিতে
ঈমান তখন কোথায় থাকে
জালিম শাহীর শান গীতে?


সত্য লোকায় মিথ্যা দিয়ে
বিকৃত সব ইতিহাস
গীবত করায় নেই ত জুড়ি
একদিন হবে মুখোশ পাশ।