হতে পারো তুমি কেউ কেটা কেউ
নামীদামি আর বড়
হতে পারো তুমি জোয়ারের ঢেউ
ভাটাতে আছড়ে পড়।


হতে পারো তুমি জ্ঞানী গুণী আর
অভিজ্ঞতায় পটু
হতে পারো তুমি জানা অজানার
চর্বি জমানো মটু।


হতে পারো তুমি লেখক ও কবি
বুদ্ধিজীবী দেশের
হতে পারো তুমি হৃদয়ের ছবি
উকুন কাহারো কেশের।


হতে পারো তুমি গাড়ি বাড়িতে
অনেক বড় লাট।
হতে পারো তুমি রঙিন শাড়িতে
কারো কবিতার পাঠ।


হতে পারো তুমি জীবনে সফল,
নেতা ও সমাজপতি
হতে পারো তুমি নেতা অবিকল
থামাও জীবনের গতি।


মনে রেখ ভাই তুমিও মানুষ
আরো অনেকের মতো
মুছে ফেল তাই দম্ভ ফানুস
অন্তরে জমা শত।