ইচ্ছে করে দু'হাত দিয়ে
আকাশটাকে ধরি
চাদের বুকে মনের সুখে
গড়াগড়ি করি।


জ্যোৎস্না রাতে তারার সাথে
হাসি মিটিমিটি
উদম গাঁ'য়ে জোনাক হয়ে
আলোর লুটোপুটি।


ইচ্ছে করে হাওয়ায় ভাসি
মেঘের মত করে
দেই ভাসিয়ে মন্দ যত
ঝুপঝুপাঝুপ ঝরে।


কখনো হই মাতাল হাওয়া
উন্মাতালে ছুটে
অসহায়ের দুখ যাতনা
যাই নিয়ে সব লুটে।


ইচ্ছে করে পাখনা মেলে
যাই সুদূরে উড়ে
স্বপ্ন সুখের ভাবনাগুলো
বিলাই জগত জুড়ে।


সবাই হাসুক সবার সুখে
কাঁদুক পরের দুঃখে
গুমরে মরে ইচ্ছে এমন
আমার গহীন বুকে।