যাচ্ছে উড়ে কয়লা খনি  
যাচ্ছে ক্ষয়ে সোনা    
হরিলুটে যাচ্ছে টাকা      
ডাকাত হাতে গোনা।      


শিক্ষা গেল দিক্ষা গেল        
যাচ্ছে রীতি নীতি  
হচ্ছে বদল সংস্কৃতিটাও
বদলে যাচ্ছে প্রীতি।        


ভোটটা গেল ভাতও গেল
নেই অধিকার বলার  
খাবলে খাচ্ছে দেশ শালারা  
নেই ত সাহস চলার।      


লেহাজ তমিজ আদব গেছে
বেততমিজের মেলা
উচু নিচুর নেই ত বালাই
সবাই নেতার চেলা।


জীবন মানের নেই কোনো দাম
কেউ কারে নাই মানে
কেউ আজই আর হয় না শামিল
জীবন বোধের টানে।