জড়িয়ে চাদর অহংকারের
হিংসা বুকে পোষে
বদলাতে কি পারবে সমাজ
যে সমাজ আছে দোষে।


যে মুখে তোমার কুরানের বাণী
সেই মুখে দাও গালি
সরল পথের কথা বল তুমি
তোমার পথ চোরাগলি।
ওয়াজ মাহফিলে যে কথা বল
বল কি কথা হুষে?


যে চোখ দিয়ে কান্না ঝরাও
সে চোখে কেন আগুন
গীবতের ঢালি পশরা সাজিয়ে
কেমনে আনিবে ফাগুন।
ভেসে যাবে তুমি খড়কুটোর মত
জনতার রুদ্র রোষে।


রসুলের জীবন ছিল না এমন
তোমার কেন এভাবে হয়
কাল বিচারের মুখোমুখি হবে
নেই কেন মনে ভয়?
নবীর সাফায়াত কেমনে পাবে
মিথ্যার সাথে মিশে?