আইন কেনা যায় টাকা দিয়ে
বিচারপতি যায় কেনা
লোভ-লালসায়,দুর্যোগ এলে
ইমাম খতিব যায় চেনা।


পদ পদবী, টাকার কাছে
নির্দোষেরা হয় দুষী
ফতোয়া মেরে মোল্লা মুন্সী
শয়তানকে করেন খুশি।


সাদা জুব্বা কালো জুব্বা
জুব্বা পরেন দুইজনে
কালো আইনে, ফতোয়া বাণে
সখ্যতা দুষ্টুর সনে।


নয় ত সমান সকল হুজুর
উকিল মোক্তার ব্যারিস্টার
তাই এখনো আছে জিতে
সত্য,আলো,সৎ বিচার।