কাশ্মীর জ্বলছে
কাশ্মীর পুড়ছে
কেউ নেই সে আগুন নিভাবার?
কেউ নেই হানাদার রুখিবার?
বুকের মাঝে তাই অবিরত কান্না ঝরছে।


আবু বকরের মত দরদী নেই আজ
ওমরের মত নেই সাহসী মানুষ
জিন্নুরাইন আর আলী হায়দারের
সাথীরা আজ দেখ ঘুমায় বেহুশ।
সেনাপতি খালিদের কথা মনে পড়ছে।


বুলেটের আঘাতে যে বুক নেতিয়ে যায়
যে মাটি রঞ্জিত হয় লাল লাল খুনে
সেই বুক সেই মাটি মুমিনেরই হায়
সময় কাটে মোর লাশ শুধু গুনে।


আসমানী সেনাদের আগের মত করে
এই দূর্যোগে তাদের পাঠাও মালিক
রহমতের সামিয়ানায় শুধু একবার
ঢেকে নাও কাশ্মীর ওগো খালিক।
মানবতা কাশ্মীরে ধুকে ধুকে মরছে।