কেউ ভাল নেই
ভাল নেই আকাশ,আকাশের নীল
ভাল নেই মেঘমালা, উড়ন্ত চিল।
ভাল নেই বরষা, টুপটুপ বৃষ্টি
ভাল নেই ঝরণা, মনকাড়া দৃষ্টি।
ভাল নেই রং ধনু, গোধূলির লালচে
ভাল নেই আলো আর রাত্রীর কালচে।
ভাল নেই সাগর নদী, ছলছল ঢেউ
ভাল নেই দু'কুলের বসতীরা কেউ।
ভাল নেই কাশফুল, বাতাসের দুল
ভাল নেই সাদা বক, সরষের ফুল।
ভাল নেই মেঠো পথ, রাখালিয়া সুর
ভাল নেই ছোট্ট গাঁও, সবই আজ দূর।
ভাল নেই গায়ের মানুষ,স্বজন-সুজন
ভাল নেই ভালবাসা, সব প্রিয়জন।
ভাল নেই পাঠশালা, শ্রদ্ধা ও মান
ভাল নেই বর্ণমালা,আকুল প্রাণ।
ভাল নেই শহর গুলো, উচ্ছল রাজপথ
ভাল নেই মিছিল আর ভিন্ন ভিন্ন মত।
ভাল নেই রাজনীতি, সমাজ-সংস্কৃতি
ভাল নেই ধর্ম, ধর্মীয় সম্প্রীতি।
ভাল নেই বাপ-দাদা, মা-খালা, ভাই বোন
ভাল নেই প্রেয়সী, ভাল নেই কারো মন।
ভাল নেই এই আমি, ভাল নেই তুমি
ভাল নেই বাংলাদেশ প্রিয় জন্মভূমি।