আজকে তোমার আম্মু কেন
       উঠছেন এত রেগে?
আজকে তোমার দুষ্টুমি টা
       চলছে ক'গুণ বেগে?


আজকে তুমি লেখা পড়ায়
      দাও নি কেন মন টা?
আজকে তুমি খেলা ধুলায়
      কাটিয়ে দিলে ক্ষণ টা।


আজকে তুমি বই আর খাতা
       কলম দূরে রাখলে!
আজকে তুমি টিভি দেখা
       গান শোনিতে মাতলে!


আজকে তুমি সকাল দুপুর
       সন্ধ্যা কিংবা রাত্রি
আজকে তুমি দুষ্টু খোকা
        দুষ্টু পাড়ার যাত্রী।


তাই চটেছেন আম্মু তোমার
         চড় দিয়েছেন গালে
খানিক পরে তাঁর দু'চোখও
         ভরলো মায়ার জলে।