ময়ূর বলে কাককে ডেকে
তুমি বড়ই কালো
তোমার মাঝে পাই না আমি
এতটুকুন ভালো।

নর্দমাতে থাক তুমি
বাশি খাবার খাও
সুযোগ পেলে ছোঁ টা মারো
হাস মুরগির ছাও।

বেসুরো সুর গলায় নিয়ে
কা কা করে ডাক
সামান্যতে ভড়কে গিয়ে
সবাই মিলে হাঁক।

পেখম মেলে নাচি আমি
ছন্দ সুরে দুলি
আমায় দেখে যায় অনেকে
দুঃখ মনের ভুলি।

হেসে হেসে কাক ডেকে কয়
দেখলে রুপের দিক
পা টা বুঝি হয় নি দেখা
করে যে চিক চিক।