যখন তোমার নীরব নিথর দেহ
থাকবে ঢাকা তোমার অ-মুখ খানি
নামটি ধরে ডাকবে না আর কেহ
প্রিয়জনে মুছবে চোখের পানি।


যখন তোমার রইবে পড়ে লাশ
শুভ্র সফেদ সুতার বসন গায়ে
খুশবো আতর আগর চারিপাশ
চড়বে তুমি নতুন জীবন নায়ে।
সাজিয়ে নেবে সবাই করালখানি...


যখন তোমার কেউ রবে না সাথে
সঙ্গী হবে নেকী বদির আমল
বসত হবে আলোক কিবা রাতে
প্রতিদানও পাবে কঠিন,কোমল।
থাকবে কেমন তোমার কবরখানি.....


ভাবছ কি ভাই সেদিনগুলোর কথা
যেথায় তুমি অনন্তকাল রবে
নাও ভেবে নাও থাকতে সময় যথা
কে জানে ভাই কার সাথে কী হবে।
নাও সাজিয়ে তোমার জিন্দেগানি.....