তোমার করুণা চাইগো মালিক মানুষের করুণা নয়
গোনাহের ক্ষমা,হালাল রিজিক অবারিত যেন হয়।


জীবন মরণ সপিলাম সবই কেবলই তোমার হাতে
তোমার দয়া-করুণার কিছু পড়ে যেন মোর পাতে।


দিয়েছো অনেক এই অধমেরে অগুণতি রহমত
সামান্য কিছু কম হলে পরে খুজি যে ভিন্ন পথ।


ভিন্ন পথে হারাবার আগে টানিয়া লইও তুমি
আর কারো পা না চুমে যেন তোমারই পা চুমি।


গোনাহের বোঝা লইয়া মাথায় জিন্দেগী পার করি
ক্ষমা কর মোরে ওগো দয়াময় গাফফার নাম ধরি।


লাঞ্চিত তুমি করো না মোরে বঞ্চিতও না হই
সদায় যেন তোমার রহমত বরকতের সীমানায় রই।


রোগ বালাইয়ে তোমার সীফা তোমার দাওয়াই দিও
তোমার মায়ার চোক্ষে দেখি রোগ বালাই দূরে নিও।


বিপদ আপদ মুছিবতের দিনে তোমারেই যেন স্মরি
তোমারেই যেন আপন করে লই তোমারই পথ ধরি।


পরিবার পরিজন ভাই বন্ধু নিয়ে থাকি যেন সদা সুখে
থাকে যেন সদা তোমার নামটি আল্লাহ আমার বুকে।


এই চাওয়াগুলো কবুল কর মিনতি তোমার কাছে
ধরনীর বুকে তোমার মত রহমান কে আর আছে?