দুর্যোগে দুর্ভোগে - মানুষের সুখে দুঃখে
যেজন হাত বাড়ায়,যেজন পাশে দাড়ায়
তারাই তো সমাজের আসল মানুষ
মানুষের কল্যানে, মানবের জয়গানে
নিবেদিত প্রাণ যারা-হয়ে যায় পাগল পারা
মানব কল্যাণ সংস্থার প্রিয় মানুষ।


চাওয়া পাওয়া নেই কিছু
ছুটি না মোহের পিছু
দেখানোর পথে মোরা হাটি না
যেথা কাদে অসহায়
মোরা হই তার সহায়
পেছনে কে কি বলে ঘাটি না।
এভাবেই আমাদের অবিরাম পথ চলা
অন্য কারো মোরা খুজি না তো দুষ।
মানব কল্যাণ সংস্থার প্রিয় মানুষ।


আমরা দাড়াই কাছে - গরিবের মুখে হাসি ফুটে
আমরা বাড়াই হাত- ক্ষুধার্তের আহার জুটে।


এভাবেই আমরা দুঃখ বুঝি
এভাবেই আমরা সুখ খুজি
আমরা ছুটে চলি দূরে কিংবা কাছে।
আমাদের বিনিময় তাই
মাবুদের দরবারে চাই
আল্লাহর খুশির কাছে আর কি আছে?
এই নিয়তে শুধু পথ চলি সবে
পথ চলি সকলে রেখে রেখে হুশ
মানব কল্যাণ সংস্থার প্রিয় মানুষ।