একদিন মা সত্য কথা বলে
বললো আমায়, আর ক'টা দিন পর
সে দূরেই যাবে চলে।
মায়ের কথা সত্য হলো তার
সেই তো গেলো মা যে আমার দূর
ফেরা হলো না আর।
সেদিন থেকে আমি বড় একা
খোকা কোথায় ছিলি, এত হলো রাত
দরজায় ঠায় হয় না মায়ের দেখা।
খুব আবেগি,
ভালবাসায় ভরপুর ছিল মন
সরলতার ছাপও ছিল বেশ
খোদার কাছে মাঙ্গত সারাক্ষণ,
আজ সে কোথায় হলো নিরুদ্দেশ?
সামান্যতে ভড়কে যেত মা
দোয়া দুরুদ হামেশাই তার মুখে
মনে,দুশ্চিন্তার কমতিও ছিলো না।
আজ সে মা নিশ্চিন্তে ঘুমায়
কেমন আছে খোকা, উতলা হয় না প্রাণ
দুশ্চিন্তা ঝাড়তে এখন দু'কথা না শোনায়।
মাঘের শীতের মধ্য রাতে
ফিরলে ঘরে কভু
ভাপা ভাপা গরম ভাতে
মা কে পেতাম তবু।
সব জ্বালাতন হাসি মুখে-আগলে নিত সরল বুকে
অভিমানি কদাচিত তার চোখ
গড়িয়ে পড়া অশ্রু থেকে -ভালোবাসা,মমতা মেখে
অভিশাপ আর ছিল না অভিযোগ।
আজকে যখন বুঝতে পারি মা'কে
বুঝতে পারি মায়ের আদর-স্নেহ
কেউ ফেরে না আমার মা মা ডাকে
বুকের মাঝে জড়ায় না আর কেহ।