আরশের নীচে দিও ঠাই
তোমার পাশে দিও ঘর
এটুকু চাওয়া কবুল কর
আর কোনো চাওয়া নেই মোর।


নবীদের সাথী হয়ে থাকতে দিও
শহীদের সাথে দিও খেলতে
জান্নাতি পাখি হয়ে ঝর্ণার ধারে
পারি যেনো ডানা দুটো মেলতে।
মিনতি তোমার কাছে হে পরওয়ার
বিচারের দিনে তুমি করনা ত পর।


ডান হাতে দিও তুমি আমলের বই
কাওসার  তুলে দিও পিপাসায়
পুলসিরাতের ঘাটে ধরা না পড়ি
পার করে দিও তুমি ইশারায়।
বিভীষিকাময় সে দিনে মালিক
তোমার থেকে আমায় রেখো না ত দূর।