পরিচ্ছন্ন রাজনীতি আর
ছাত্র বান্ধব নেতা
বড়লেখাতে ক'জন ছিলো
এমন ছাত্রনেতা?

মুষ্টিমেয় ছিল যেজন
তাদের নামের পাশে
মিজান ভাইয়ের মুখটি পাবে
জ্বলমলিয়ে হাসে।

দেখবে তাকে খুবসুরতে
স্মার্ট পরিপাটি
মনের ভেতর দুল খায় তার
মা মানুষ আর মাটি।

অল্পদিনেই সবারে সে
লয় যে আপন করে
তাই ত আজো মানুষ তাঁরে
রাখছে মনে ধরে।