চাঁদ ঠিকই উঠেছে আলো নিয়ে সেই
নেই শুধু আলোতে খুশিটা যে নেই।
বুকে আছে হাহাকার, চোখে নেই নিদ
এ কেমন ফিরে এলো এবারের ঈদ!


হাতে হাত রাখাটাও যাবে না যে আজ
লাগবে না কারো সাথে পাজরের ভাজ
ছুটবে না কেহ আজ নতুন জামায়
লুটবে না কারো মাথা শাহী ঈদগায়।


ডাকবে না কারো ঘরে, সব দোরে খিল
কাঁদে মরে অন্তর, ব্যথাতুর দিল।
খোকা খুকু ছুটবে না করে টোসা টুসি
ভাগাভাগি করে নিতে ঈদের খুশি।


মাবুদের করুণার দ্বার ঠিকই খোলা
মাফি পাবো,নিভৃতে তাই হাত তোলা।
আকাশের পানে চাহি হয়ে উম্মীদ
ক্ষমাতেই মুমিনের ঈদ হবে ঈদ।