মুচকি হেসে সূর্য উঠে রোজই।
কে দিয়েছে এমন আলো
কেউ তাঁরে কি খুঁজি?


মুচকি হেসে চন্দ্র বিলায় আলো।
জানো,তুমি কার মহিমায়
দূর হয়ে যায় কালো?


মুচকি হেসে গোলাপ কলি ফুটে।
কে দিয়েছে এত্ত সুবাস?
মন নিয়ে যায় লুটে।


মুচকি হেসে ভ্রমর উড়ে উড়ে।
কার ভরসায় পাখনা মেলে?
বাগ-বাগিচা জুড়ে।


মুচকি হেসে টুনটুনি যে গায় গান।
কে দিয়েছে সুরের মধু?
জুড়ায় যে মন-প্রাণ।


মুচকি হেসে গজায় সবুজ পাতা।
কার রহমে বন-বনানী
পায় যে সজীবতা?


মুচকি হেসে নদ নদী রা ছুটে।
জোয়ার ভাটায় কার ক্ষমতা?
জানতে কি চাও মোটে?


মুচকি হেসে জয় করা যায় সব।
সৃষ্টি কুলের মহান মালিক
তিনিই আমার রব।