নায়ক নায়ক চেহারা আর
বাহারি তার চুল
নাম বললে চিনত সবে
আদি অন্ত মুল।


মিছিল হলে থাকত পিছে
কখনো বা আগে
শৃংখলা আর পরিপাটির
দায়িত্বটা তার ভাগে।


যেমন ছিল চেহারাখান
অন্তরটাও ঠিক
ভেতর বাহির সফেদ ছিল
কেউ দিত না ধিক।


হাসি খুশি থাকত সদা
সবার সাথে মিল
কথায় কাজে কখনো সে
করতো না গড়মিল।