মেঠো পথ নেই আজ
সব পথ পাকা
সব পথই রাজপথ
নেই আঁকাবাকা।


সারি সারি গাছ নেই
নেই ছায়া- বায়ু
সবই আজ বিষাক্ত
কমতেছে আয়ু।


নদ নদী শুকিয়েছে
নেই খেয়া ঘাট
পিলারের সাথে নেই
পুল-কালভার্ট।


গাও গ্রামে দীঘি নেই
নেই খাল বিল
ছোটো মাছ নেই আর
ডুবা, নালা,ঝিল।


বিস্তৃত মাঠ নেই
নেই খেলাধুলা
মোবাইল দেখে দেখে
সব চোখ ফোলা।